
ঢাকা, ০১ মে, এবিনিউজ : মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সাং সু চির সঙ্গে বৈঠক করেছে সফররত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল।
সোমবার বাংলাদেশ থেকে প্রতিনিধি দলের ২৬ সদস্য মিয়ানমারে যান। এর পর রাতে রাজধানী নেপিডোতে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জাতিসংঘ মুখপাত্র স্টিফেন ডুজারিক সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী নিউইয়র্কে সাংবাদিকদের জানান, মিয়ানমারের রাজধানী নেপিদোতে পৌঁছানোর পর সু চি ও মিন অং হ্লাং ছাড়াও সরকার, আইনপ্রণেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল।
চীনা বার্তা সংস্থা শিনহুয়া জানায়, রোহিঙ্গা সংকট শুরুর পর জাতিসংঘের সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে মিয়ানমারের নেত্রী সু চির এটাই প্রথম বৈঠক।
ফরাসি বার্তা সংস্থা এএফপির খবর অনুযায়ী, ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকাল বেলা। বৈঠকে কী আলোচনা হয়েছে সেটা নিয়ে বিস্তারিত জানা যায়নি এখনো। তবে আজ রাখাইন সফর শেষে প্রতিনিধি দলটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত বছরের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় সাত লাখের মতো মানুষ। বিভিন্ন মানবাধিকার সংগঠন এ ঘটনায় খুঁজে পেয়েছে মানবতাবিরোধী অপরাধের আলামত।
জাতিসংঘের মানবাধিকার কমিশন এই ঘটনাকে জাতিগত নিধনযজ্ঞের ‘পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ আখ্যা দিয়েছে। রাখাইনের সহিংসতাকে জাতিগত নিধন আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। তবে এইসব অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমারের সেনাবাহিনী।
চলতি মাসের শুরুতেই ভয়েস অব আমেরিকার খবর থেকে জাতিসংঘ প্রতিনিধিদলের চলমান সফরের কথা জানা গিয়েছিল। পরিষদের বর্তমান প্রধান ও পেরুর রাষ্ট্রদূত গুস্তাভো মেজা-কুয়াদ্রা সে সময় জানিয়েছিলেন, চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ ও মিয়ানমারে আসবেন তারা। তিনি বলেছিলেন, ‘আমরা এই সফরের জন্য প্রস্তুতি নিচ্ছি। মিয়ানমার সরকার এই সফরের ব্যাপারে সম্মত হয়েছে। আমরা অবশ্যই রাখাইন রাজ্যে যেতে চাই।’ পরে সফরের দিনক্ষণ জানানো হয়।
এবিএন/সাদিক/জসিম