![ফুলবাড়ী সীমান্তে বিএসএফ এর রাবার বুলেটে স্কুলছাত্র আহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/01/bgb_137621.jpg)
ফুলবাড়ী (কুড়িগ্রাম), ০১ মে, এবিনিউজ: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ঘাস সংগ্রহ করতে গিয়ে বিএসএফের রাবার বুলেটে এক বাংলাদেশী স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে। বুলেটের স্প্রিন্টের আঘাতে ওই স্কুল ছাত্রের মুখমন্ডল ক্ষত বিক্ষত হলে তার আর্তচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটে গতকাল সোমবার বিকালে উপজেলার কৃষ্ণানন্দবকসি সীমান্ত এলাকায়।
রাবার বুলেট বিদ্ধ ছাত্রের নাম রাসেল মিয়া (১৪)। সে উপজেলার সীমান্তবর্তি বালাতারী গ্রামের আব্দুল হানিফের ছেলে ও বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় ওই সীমান্তে বিজিবি’র টহল জোরদার করেছে।
সীমান্তবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, ওই সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩০ এর সাব পিলারের ৮ এর পাশে বাংলাদেশী নোম্যান্সল্যান্ডে গবাদী পশুর ঘাস সংগ্রহ করতে যায় রাসেল মিয়া, শাকিল, ফরহাদ, আলিমুদ্দিন।
এবিএন/বিশ্বজিৎ রায়/জসিম/নির্ঝর