![এক মঞ্চে দাঁড়িয়ে পরিকল্পিত নগর গড়ার অঙ্গীকার সাত মেয়র প্রার্থীর](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/01/7-meyar_137622.jpg)
গাজীপুর, ০১ মে, এবিনিউজ: এক মঞ্চে দাঁড়িয়ে আধুনিক ও পরিকল্পিত নগর গড়ার অঙ্গীকার করেছেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সাত মেয়র প্রার্থীরা।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত মেয়র প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে প্রার্থীরা এ অঙ্গীকার করেন।
গতকাল সোমবার সকালে গাজীপুর জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান হয়।
আওয়ামী লীগ ও বিএনপিসহ এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সাত মেয়র প্রার্থী এক মঞ্চে বসে এলাকার উন্নয়নে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন এবং উপস্থিত ভোটারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের গাজীপুর মহানগর শাখার সভাপতি মো. মনিরুল ইসলাম রাজিব। সুজনের কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় এতে অংশ নেন সাত মেয়র প্রার্থী যথাক্রমে আওয়ামী লীগের মো. জাহাঙ্গীর আলম (নৌকা), বিএনপির হাসান উদ্দিন সরকার (ধানের শীষ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী মো. রুহুল আমীন (কাস্তে), ইসলামী ঐক্যজোটের মাওলানা ফজলুর রহমান (মিনার), ইসলামী ফ্রন্ট বাংলাদেশের অ্যাডভোকেট জালাল উদ্দিন (মোমবাতি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন (হাত পাখা) ও স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমেদ টেবিল ঘড়ি)।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে দেয়া ১৩ দফা অঙ্গীকারনামা উপস্থিত জনতার সামনে পড়ে শোনান সুজনের আঞ্চলিক সমন্বয়কারী মুর্শিকুলী আহমদ শিমুল। পরে প্রার্থীরা অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন। এরপর প্রার্থীরা জনতার সরাসরি প্রশ্নের জাবাব দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুজনের জেলা সম্পাদক মো. রুহুল আমিন সজিব। সুজনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী দিলীপ কুমার সরকার অনুষ্ঠানে সহ-সঞ্চালক ছিলেন।
পুরো অনুষ্ঠানে মেয়র প্রার্থীদের প্রশ্নোত্তর পর্ব দেখতে প্রচুর জনসমাগম হয়। উপস্থিত মেয়র প্রার্থীদের প্রতিজনকে তিনটি করে প্রশ্ন করা হয় দর্শকসারি থেকে। তারা সে সব প্রশ্নের জবাব দেন।
এবিএন/আলমগীর হোসেন/জসিম/নির্ঝর