শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • গাজীপুর থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু: হাসান সরকার

গাজীপুর থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু: হাসান সরকার

গাজীপুর থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু: হাসান সরকার

গাজীপুর, ০১ মে, এবিনিউজ: জনগণ অনেক দিন ধরে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না। গাজীপুর থেকে আমরা প্রথম মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম। আবার ৪৮ বছর পর গাজীপুর থেকেই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা তথা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু করতে চাই।

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলীয় জোটের মেয়রপ্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার সোমবার বিভিন্ন পথসভায় এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জনগণ অবাধ ও স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ চায়। সেই সুযোগ তাদেরকে দেয়া হলে এই সরকারের জুলুম-অত্যাচার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে কারাগারে রাখার প্রতিবাদে গাজীপুরে ধানের শীষের পক্ষে এবার মহা ভোট বিপ্লব ঘটবে। আর সেই সুযোগ থেকে তাদেরকে বঞ্চিত করা হলে গাজীপুর থেকেই ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের চূড়ান্ত আন্দোলন শুরু হবে।

সিটি নির্বাচন থেকে জনগণের ভোটের অধিকার আদায়ের আন্দোলন শুরু করতে চায় ২০ দলীয় ঐক্যজোট। ভোটাধিকার কায়েমকে সর্বাধিক গুরুত্ব দিয়ে গাজীপুর সিটিতে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন জোটের নেতারা।

এ লক্ষ্য নিয়েই ২০ দলীয় জোটের নেতারা গাজীপুর সিটি করপোরেশনের প্রতিটি পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন। তারা ভোটারদের বলছেন, ধানের শীষে ভোট দিলে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন জোরদার হবে, মানুষের ভোটের অধিকার, বাক স্বাধীনতা তথা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ত্বরান্বিত হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হেফাজত হবে। কতৃত্ববাদী, ভ্রাম্যন্নবাদীদের আগ্রাসন বন্ধ হবে।

এদিকে সোমবারও গাজীপুর সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডেই বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা গণসংযোগ করেছেন। তাদের সাথে রয়েছেন জামায়াতে ইসলাম, ইসলামী ঐক্যজোট, হেফাজতে ইসলাম, খেলাফত মসলিজ, জাতীয় পার্টি ( কাজী জাফর), জাগপা, লেভার পার্টিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। সোমবার বিএনপি ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ উদ্দিন আহম্মেদ ৪৪ নম্বর ওয়ার্ডে, নিতাই রায় চৌধুরী ৩৯ নম্বর ওয়ার্ডে, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা জয়নাল আবেদীন ফারুক ২৯ নম্বর ওয়ার্ডে, আব্দুল হাই ৪৬ নম্বর ওয়ার্ডে, বিএনপি কেন্দ্রীয় সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল ৪১ নম্বর ওয়ার্ডে, সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, সমাজকল্যান বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, জাতীয় নির্বাহী কমিটি সদস্য সাঈদ সোহরাব ৪৯ নম্বর ওয়ার্ডে, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা ৫৫ নম্বর ওয়ার্ডে, বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী ৫০ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন। এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপি ৩৩টি পৃথম টিম নিয়ে নির্বাচনী মাঠে নেমেছে। সোমবার অন্যান্যের মধ্যে নির্বাচনী মাঠে ছিলেন, ঢাকা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ্ হাসান,সিনিয়র সহ-সভাপতি মুন্সি বজলুল বাছিদ আঞ্জু, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সেগুন, সিনিয়র যুগ্ন সম্পাদক আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ন সম্পাদক এজিএম সামসুল হক, যুগ্ন সম্পাদক এম কফিল উদ্দিন, যুগ্ন সম্পাদক আতিকুর রহমান আতিক, সাইফুর রহমান মিহির,সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনজুর হোসেন, দপ্তর সম্পাদক এবিএম এ রাজ্জাক, বিএনপি নেতা কমিশনার সাজ্জাদ, আবুল হোসেন আব্দুল, ইঞ্জিনিয়ার মুজিবুল হক, জাহাঙ্গীর ব্যাপারী, আহসান হাবিব, মিজানুর রহমান, আলী আকবর আলী, সিএম আনোয়ার জহির, হুমায়ুন কবির, আহসান হাবিব ডন সহ ঢাকা মহানগর উত্তরের নেতারা গাজীপুর সিটি করপোরেশনের ১৫, ১৪, ৩৮, ৩৬, ৫৫, ৪৭, ৩৭, ৫০, ৪৯, ৪৪, ৩৫ ও ৪২ নম্বর ওয়ার্ডে মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকারের পক্ষে ধানের শীষের লিফলেট বিতরণ করেন এবং ভোটাদের নিকট ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট চান।

এছাড়া ২০ দলীয় জোট মেয়রপ্রার্থী মুক্তিকযোদ্ধা হাসান উদ্দিন সরকার সোমবার সকাল ১০টায় জয়দেবপুর কনভেনশন সেন্টারে সুজন কর্তৃক আয়োজিত ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে অংশ নেন। পরে বিকেলে তিনি ২৪ নম্বর ওয়ার্ডের ইউসুফ মার্কেটে, ২৫ নম্বর ওয়ার্ডের পূর্ব বিরুলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে, ২৮ নম্বর ওয়ার্ডের জোড় পুকুর ও সন্ধ্যায় ৩১ নম্বর ওয়ার্ডের ভারারুল চৌরাস্তায় গণসংযোগ ও পথসভা করেন।

এবিএন/আলমগীর হোসেন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত