![কুমিল্লায় জামাত শিবিরের মিছিল থেকে ১০ নেতাকর্মী আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/01/atok2_137087_137625.jpg)
কুমিল্লা, ০১ মে, এবিনিউজ: কুমিল্লায় মহান মে দিবস উপলক্ষ্যে জামাত শিবিরের ঝটিকা মিছিল থেকে ১০ নেতাকর্মীকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
আজ মঙ্গলবার সকালে নগরীর কান্দিরপাড় থেকে মহান মে দিবসের ঝটিকা মিছিল করার সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, এমদাদ (২৯), মেহেদী মিরাজ ভান্ডারী (১৯), জাহাঙ্গীর আলম (৫৫), তৌহিদ হোসেন সরকার (৪০), শাহীন মিয়া (২২), আঃ মজিদ (৪৭), আনোয়ার হোসেন (৩৫), ইসমাইল হোসেন (৩৮), বাচ্চু মিয়া (৩৫) ও সিদ্দিকুর রহমান (৪৮)।
কোতয়ালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু সালাম মিয়া পিপিএম জানান, নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে জামাত শিবিরের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে নাশতকতার প্রস্তুতি নেয়ার সময় তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এবিএন/ শাকিল মোল্লা/জসিম/নির্ঝর