![অনুষ্কার জন্মদিনে বিরাট কোহলির আবেগঘন শুভেচ্ছাবার্তা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/01/virat-anushka_137627.jpg)
ঢাকা, ০১ মে, এবিনিউজ : প্রেম থেকে পরিণয়, বিরুষ্কার ব্যক্তিগত জীবন নিয়ে ভারতবর্ষের আগ্রহের অন্ত নেই৷ অনুরাগীদের আগ্রহ নিরসনে বিরাট-অনুষ্কা কখনই কার্পণ্য করেননি৷ খ্যাতির বিড়াম্বনা ও আদরের আব্দারে ব্যতিব্যস্ত হওয়ার আশঙ্কা থেকেই বিবাহপর্বটুকু সুদূর ইতালিতে সেরেছেন বিরুষ্কা৷ বাকি সময়টায় নিজেদের সম্পর্ক নিয়ে কোনও রকম রাখঢাক বা লুকোছাপার রাস্তায় হাঁটেননি ভারতীয় ক্রিকেট অধিনায়ক৷
বিরাট কোহলি স্ত্রী’র জন্মদিন একান্ত ব্যক্তিগতভাবে পালণ করবেন, এমনটা ভাবা সত্যিই কঠিন৷ সে পথ মাড়াননি কোহলি৷ আইপিএলে আরসিবির ক্রমাগত পরাজয়ে মৃদু সমালোচনার মাঝেও অনুষ্কার জন্মদিনটিকে কোহলি বাড়তি মাত্রা এনে দিলেন সোশ্যাল মিডিয়ার খোলা আঙিনায়। স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে টুইটারে আবেগঘন শুভেচ্ছাবার্তায় কোহলি লেখেন, ‘হ্যাপি বার্থডে মাই লভ৷ আমার দেখা সবথেকে ইতিবাচক ও সৎ মানুষ৷ লভ ইউ৷’
এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি