গোপালগঞ্জ , ০১ মে, এবিনিউজ: গোপালগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
গতকাল সোমবার দুপুরে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। মাত্র ১৫ মিনিটের ঝড়ে জেলা শহরসহ বেশ কয়েকটি গ্রামের অসংখ্য গাছ ভেঙে ও উপড়ে পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়।
এছাড়া কোথাও কোথাও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে ও গাছের ডালপালা ভেঙে পড়ে বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। কাশিয়ানী উপজেলার একাংশে প্রায় দু’দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এদিকে, ঝড়ে উঠতি বোরো ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সমীর কুমার গোস্বামী বলেন, ঝড়ের কারণে উঠতি পাকা বোরো ধানসহ ফসলের ক্ষতি হয়েছে। তবে জমির ৮০ ভাগ ধান পেকে গেলে আমরা ঝড় বা যেকোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল বাঁচাতে কৃষকদেরকে আগের ভাগে ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিয়ে যাচ্ছি।
এবিএন/লিয়াকত হোসেন লিংকন/জসিম/নির্ঝর