বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

চিতলমারীতে জাতীয় শ্রমিক দিবস পালন

চিতলমারীতে জাতীয় শ্রমিক দিবস পালন

বাগেরহাট, ০১ মে, এবিনিউজ: মহান মে দিবস উদযাপন উপলক্ষে বাগেরহাটের চিতলমারী উপজেলায় শ্রমিকলীগের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলণ, র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৮টায় স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণের মধ্যে দিয়ে এ কর্মসূচির শুভ উদ্বোধন হয়। সকাল ১০টায় এক শোভাযাত্রা দলীয় কার্যালয় থেকে শুরু করে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়। সকাল ১১টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান শেষে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শ্রমিকলীগ সভাপতি মোঃ আতিয়ার রহমান শেখের সভাপতিত্বে এ দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বাবুল হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রাশেদ পুকুল, সাবেক ভাইস চেয়ারম্যান সাহেব আলী ফরাজী, যুবলীগের সাবেক সহ-সভাপতি শেখ শামীম আনোয়ার বাবু, চিতলমারী সদর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সী দেলোয়ার হোসেন, যুবলীগ সদর ইউনিয়ন সভাপতি মোঃ মতিয়ার শেখ, যুবলীগ নেতা অলিপ সাহা কালা, দেবাশীষ বিশ্বাস, অনিমেষ বিশ্বাস, শেখ মাহাতাবুজ্জামান, কাজী আবু শাহিন, মোঃ রাকিব, শ্রমিকলীগ সহ-সভাপতি মো: হাসমত আলী খান, অহিদুজ্জামান দারু, সাধারণ সম্পাদক আলী আমর হোসেন মিঠু প্রমুখ।

এবিএন/ এস এস সাগর/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত