বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

মদনে আন্তর্জাতিক মে দিবস পালিত

মদনে আন্তর্জাতিক মে দিবস পালিত

মদন (নেত্রকোনা), ০১ এপ্রিল, এবিনিউজ : শ্রমিকদের দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোনার মদনে আজ মঙ্গলবার আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মদন উপজেলা সড়ক পরিবহণ শ্রমিক শাখা,অটো-টেম্পু,সিএনজি চালক শ্রকিম ইউনিয়ন,মাইক্রো চালক একতা সমিতি,নিমার্ণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পৃথক পৃথকভাবে র‌্যালি, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

র‌্যালি শেষে উপজেলা পাবলিক হল প্রাঙ্গণে মদন উপজেলা সড়ক পরিবহণ শ্রমিক শাখার সভাপতি মো. মফিদুল হক ভূঁইয়া মাজুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়ালীউল হাসান, জেলা পরিষদ সদস্য এ.কে.এম সাইফুল ইসলাম হান্নান, সংগঠনের সাধারণ সম্পাদক সুরজিত বৈশ্য চৌধুরী, অটো-টেম্পু।

আরো বক্তব্য রাখেন সিএনজি চালক শ্রকিম ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক ওয়ারেছ মিয়া, মাইক্রো চালক একতা সমিতির সভাপতি মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মাসুদ মিয়া, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া, সাধারণ সম্পাদক মো. লিটন মিয়া প্রমুখ।

এবিএন/তোফাজ্জল হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত