শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নন্দীগ্রামে মে দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

নন্দীগ্রামে মে দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

নন্দীগ্রামে মে দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

নন্দীগ্রাম (বগুড়া), ০১ মে, এবিনিউজ : নানা আয়োজনে বগুড়া নন্দীগ্রামে মহান মে দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১১টায় আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন নন্দীগ্রাম উপজেলা ট্রাক ড্রাইভার শাখার আয়োজনে একটি র‌্যালী বাহির হয়। র‌্যালী টি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে সমিতির কার্যালয় প্রাঙ্গনে নন্দীগ্রাম ট্রাক ড্রাইভার শাখার সভাপতি জিয়াউল হক রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, ট্রাক ড্রাইভার সমিতির উপদেষ্টা নুরুল ইসলাম বাবু, গোলাম মোস্তফা, শাহজাহান সরদার, শ্রমিক নেতা সেলিম হোসেন, আবু হানিফ, গোলাম রব্বানী, গোলাম মোস্তফা কামাল, ইউসুফ আলী আব্দুল মান্নান, ওমর ফারুক, বেলাল হোসেন, শহিদুল ইসলাম, আব্দুস সালাম, সেলিম রেজা, হাসান আলী, হোসেন আলী প্রমুখ। পরে নিহত শ্রকিদের আতœার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

অপরদিকে উপজেলা জাতীয় শ্রমিকলীগের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় শ্রমিকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির সভাপতি আলী রেজা মো. মারুফ বাবুর সভাপতিত্বে ও সচিব সরফুল হক উজ্জলের সঞ্চালনায় মে দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, আওয়ামী লীগ নেতা স্বপন চন্দ্র মহন্ত, গোলাম মোস্তফা গামা, আফতাব আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাদশা, সাধারণ সম্পাদক আবু সাঈদ।

অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, পৌর শ্রমিকলীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন মিলন প্রমুখ।

এবিএন/অদ্বৈত কুমার আকাশ/জসিম/নির্মল

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত