কালিগঞ্জ (সাতক্ষীরা), ০১ এপ্রিল, এবিনিউজ : জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এক মুরগি ব্যবসায়ির মুত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৩ জন।
গতকাল সোমবার সন্ধ্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বন্দকাটি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত মাসুদ হোসেনকে (২৫) ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার ভোরে মারা যান তিনি।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- নিহতের চাচাত ভাই আশরাফ হোসেন, চাচা আজিজুল ইসলাম ও মোয়াজ্জেম গাজী। নিহতের স্বজনরা জানান, কালিগঞ্জ উপজেলার বন্দকাটি গ্রামের মোনায়েম গাজির জানান, জমি নিয়ে তার সঙ্গে তার ভাই মোয়াজ্জেম গাজী, আজিজুল ইসলামও মোকাররম গাজীর দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এ নিয়ে কয়েকবার শালিসি বৈঠকও হয়েছে।
এরই জের ধরে গতকাল সোমবার সন্ধ্যায় তার মেয়ে শারমিনের সঙ্গে পুকুরঘাটে বিরোধ বাঁধে ভাইপো আশরাফের। কথাকাটাকাটির একপর্যায়ে মাসুদ ও তার স্ত্রী রেশমা ছুঁটে আসে। এসময় আশরাফ আম গাছের ডাল দিয়ে মাসু দের মাথায় আঘাত করে। ভাই আজিজুল, মাকারেম, মোয়াজেজ্জমসহ তাদের পরিবারের সদস্যরা বাঁশের লাঠি নিয়ে মাসুদ, শারমিন ও রেশমাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।
গুরুতর আহত অবস্থায় মাসুদ, শারমিন ও রেশমাকে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতাল ও সবশেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে আজ মঙ্গলবার ভোরে মারা যায় মাসুদ।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. হাফিজুল্লাহ জানান, মাসুদের মাথার পিছনের দিকে ভারী জিনিস দিয়ে আঘাতের ফলে আভ্যন্তরীন রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
গ্রেফতারকৃত আজিজুল হক জানান, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন তিনিও।
কালিগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব হোসেন জানান, এ ঘটনায় নিহতের দু’ চাচা ও এক চাচত ভাইকে গ্রেফতার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মাসুদ হোসেনের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে আজ মঙ্গলবার সকালে থানায় একটি হত্যা মামল দায়ের করেছেন।
এবিএন/রফিকুল ইসলাম/জসিম/এমসি