![হোসেনপুরে মহান মে দিবস উদযাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/01/rally_abnews_137651.jpg)
হোসেনপুর (কিশোরগঞ্জ), ০১ এপ্রিল, এবিনিউজ : হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূিচর মাধ্যমে পহেলা মে মহান দিবস উদযাপিত হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জাতীয় শ্রমিকলীগ, বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়ন, হোটেল রেঁস্তোরা এন্ড সুইটমিট শ্রমিক ইউনিয়ন ও অন্যান্য শ্রমিক সংগঠন।
উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মিজানুর রহমান মিরজুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সাবেক যুবলীগ সভাপতি এম এ হালিম, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম, উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন নাজু, সাধারণ সম্পাদক মনোরঞ্জন সরকার, উপজেলা হোটেল রেঁস্তোরা এন্ড সুইটমিট শ্রমিক ইউনিয়নের সভাপতি বাদল খন্দকার, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া প্রমুখ।
এবিএন/খায়রুল ইসলাম/জসিম/এমসি