![কয়রায় মে দিবসে র্যালী ও আলোচনা সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/01/koyra-may-day_137654.jpg)
কয়রা(খুলনা) , ০১ মে, এবিনিউজ: মহান মে দিবস পালন উপলক্ষে উপজেলার উত্তর বেদকাশি মিস্ত্রি একতা সমিতির উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ৯ টায় বেদকাশির কাছারিবাড়ি বৃক্ষমেলা মঞ্চ হতে মিস্ত্রি একতা সমিতির টিশার্ট, ক্যাপ পরিহিত শ্রমিকরা বর্ণাঢ্য র্যালী বের করে কলেজিয়েট স্কুল, দিঘীর পাড়, কাটকাটা, বড়বাড়ী এলাকা প্রদক্ষিন করে পুনরায় মেলামঞ্চে পৌঁছে র্যালী শেষ হয়।
র্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিস্ত্রি একতা সমিতির সভাপতি সরদার রফিকুল ইসলাম। মহান মে দিবসের গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ সরদার নুরুল ইসলাম কোম্পানি।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ একেএম ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা গাজী হুমায়ুন কবির, মোড়ল শওকত হোসেন, সমাজ সেবক আ’লীগ নেতা আবু ইছা গাজী প্রমুখ।
আলোচনা সভায় মেসার্স আল মদিনা এন্টারপ্রাইজ, জয়েন্ট এন্টার প্রাইজ, রাজু ট্রেডার্স, কয়রা বাজার ও মেসার্স অধিকারী ট্রেডার্স, পলাশ এন্টারপ্রাইজ, মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসোপ, কাছারিবাড়ি বাজার কমিটির নেতৃবৃন্দ সহ মিস্ত্রি একতা সমিতির শত শত শ্রকিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা মালিক পক্ষ হতে শ্রমিকদের নায্য পাওনা বুঝে পাওয়া সহ বন্ধ কলকারখানা দ্রুত চালুর জোর দাবি জানান।
এবিএন/শহীদুল্লাহ শাহিন/জসিম/নির্ঝর