রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • সুনামগঞ্জের হাওরে বন্যার সতর্কবার্তা: দ্রুত ধান কাটার তোড়জোড়

সুনামগঞ্জের হাওরে বন্যার সতর্কবার্তা: দ্রুত ধান কাটার তোড়জোড়

সুনামগঞ্জের হাওরে বন্যার সতর্কবার্তা: দ্রুত ধান কাটার তোড়জোড়

সুনামগঞ্জ, ০১ মে, এবিনিউজ: সুনামগঞ্জের হাওরে একদিকে তীব্র শ্রমিক সংকটের মধ্য দিয়েও হাওরাঞ্চলে পুরোদমে চলছে বোরো ধান কাটার তোড়জোড়।

চলতি সপ্তাহে সুনামগঞ্জ জেলায় ভারী বর্ষণের আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ড ও কৃষি বিভাগ। এমতাবস্থায় হাওরের পাকা বোরো ধান দ্রুত কাটার জন্য সতর্কবার্তা জারি করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড।

পাউবোর সতর্কতায় উল্লেখ করা হয়েছে, আগামী দু’দিন সুনামগঞ্জ জেলায় মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। সুনামগঞ্জে প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ফলে নদ-নদীর পানি বৃদ্ধি ও আকস্মিক বন্যার সৃষ্টি হয়ে হাওরের পাকা ধান তলিয়ে যেতে পারে।

তথ্যানুযায়ী আগামী ২ মে বুধবার পর্যন্ত বাংলাদেশের উত্তরপূর্বাঞ্চল ও তৎসংলগ্ন মেঘালয় এবং আসাম এলাকায় ভারি ও মাঝারি বৃষ্টি হতে পারে। এতে সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, শেরপুরসহ কয়েকটি জেলায় আগাম বন্যা ঝুঁকিতে পড়তে পারে। এসময় হাওর অঞ্চলের নদ-নদীর পানি বিপদসীমা ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি বন্যাও হতে পারে। সকল নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে হাওরের বোরো ধান তলিয়ে যেতে পারে। তাই জরুরি ভিত্তিতে হাওরের পাকা ধান কাটার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান সুনামগঞ্জ জেলা প্রশাসন, কৃষি অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড। সতর্কবার্তা জারি করে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পাউবো থেকে প্রচারণা চালানো হচ্ছে জেলার বিভিন্ন স্থানে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে। এদিকে জোলার বিভিন্ন স্থানের হাওরের কৃষকদের সাথে আলোচনায় জানাযায়, হাওরের বোরো ফসল পেকে গেলেও তীব্র শ্রমিক সংকটের কারণে এবছর কৃষকরা হাওরের পাকা ধান কাটতে পারছে না।

সুনামগঞ্জ জেলা প্রশাসন জেলার অন্যান্য পেশায় নিয়োজিত শ্রমিকদের হাওরে ধান কাটার জন্য লিখিত আহ্বান জানিয়েছে। এই আহ্বানের কপি স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, ইউপি চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে। উল্লেখ্য গত ২৪ এপ্রিল সুনামগঞ্জ জেলা পুলিশ বিভাগও একই দাবি জানিয়েছে জেলার ভিন্ন পেশার শ্রমিকদের। এদিকে রোববার সকালে হাওরাঞ্চলে আগাম বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ বিষয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং এর যৌথ উদ্যোগে বাংলাদেশ উত্তর-পূর্ব অঞ্চলে আগাম বন্যা ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহযোগিতা বিষয়ক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা প্রশাসক মো: সাবিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পানি বিজ্ঞান বিভাগের প্রধান প্রকৌশলী একে মনজুর হাসান। মতবিনিময় সভায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রসেসিং এন্ড ফ্লাড ফোরকাস্টিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুল হোসেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুরুজজামান, অতিরিক্ত জেলা প্রাসক (রাজস্ব) মোহাম্মদ সফিউল আলম, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (১) আবু বকর সিদ্দিক ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী (২) খুশি মোহন সরকার, সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক স্বপন কুমার সাহাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ জানান, আগামী তিন দিন সুনামগঞ্জের হাওরাঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

এতে নদীর পানি বৃদ্ধি ও আগাম বন্যার সৃষ্টি হতে পারে। তাই হাওরের সকল বোরো পাকা ধান কেটে ফেলার জন্য কৃষকদের প্রতি অনুরোধ জানানো হয়।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশল রঞ্জন কুমার দাস বলেন, আগামী ২ মে পর্যন্ত বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন মেঘালয় ও আসামে ভারি ও মাঝারি বৃষ্টিপাত হবে। এতে কিছু নদ নদীর পানি বিপদসীমার উপরে ওঠে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ কারণে আমরা কৃষকদেরকে দ্রুত হাওরের পাকা ধান কেটে ফেলার আহ্বান জানিয়েছি। ধান কাটার তাগিদ দিয়ে বিভিন্ন হাওরে উপজেলা প্রশাসন মাইকিং করেছেন।

সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক স্বপন কুমার সাহা বলেন, ইতোমধ্যে জেলার বিভিন্ন হাওরের প্রায় ৭০ ভাগ ধান কাটা হয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টিপাত হওয়ার আশংকা রয়েছে, তাই পাকা ধান দ্রুত কেটে ফেলার অনুরোধ করা হয়েছে।

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত