শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ১, আহত ৩

সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ১, আহত ৩

সুনামগঞ্জ, ০১ মে, এবিনিউজ: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের পাকনার হাওরে ধান কাটার সময় বৃষ্টিপাতের সাথে সাথে বজ্রপাতে ঘটনাস্থলেই এক শ্রমিক নিহত হয়েছেন এবং আরো ৩ জন আহত হয়েছেন। এরমধ্যে একজন নবম শ্রেণী ছাত্র বলে জানা যায়।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১১টায় বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতে এ হতাহতের ঘটনাটি ঘটে। নিহত শ্রমিকের নাম কমলা কান্ত তালুকদার(৫৫)। তিনি উপজেলার ফেনারবাক ইউনিয়নের খোজারগাঁও গ্রামের মৃত কৃষ্ণ কান্ত তালুকদারের ছেলে। আহতরা হলেন নিহতের ছেলে নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র সৈকত তালুকদার(১৫),তার সহোদর প্রিন্স তালুকদার(২৫) ও একই গ্রামের জ্ঞান তালুকদার(৪০),পিতা অঞ্জাত।

খবর পেয়ে পাশের জমিতে অবস্থানকারী শ্রমিকরা এগিয়ে এসে নিহত ও আহতদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেত্সে এনে ভর্তি করার পর উপজেলা মেডিকেল অফিসার আনোয়ার হোসেন কমলা কান্ত তালুকদারকে মৃত ঘোষনা করেন এবং আহতদের চিকিৎসাসেবা চলছে। এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মর্কতা মোঃ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান,বজ্রপাতে নিহতে শরীরের অধিকাংশ জায়গা পুৃড়ে যাওয়ায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

এদিকে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান নিহত ও আহতদের নগদ ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন। এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত