বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

লক্ষ্মীপুরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর , ০১ মে, এবিনিউজ: লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকা থেকে কাজী ওমর ফারুক নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাত ৯ টার দিকে চন্দ্রগঞ্জ থানার পূর্ব জাফরপুর এলাকার মোল্লা বাড়ির আবদুল মান্নানের নতুন বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্বজনরা জানায়, দুই বছর আগে জেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া কাজী বাড়ির আবদুল লতিফের ছেলে কাজী ওমর ফারুকের সাথে একই ইউনিয়নের পূর্ব জাফরপুর গ্রামের মোল্লা বাড়ির আবদুল মন্নানের কন্যা ডলি আক্তারের বিয়ে হয়। দীর্ঘ দিন ধরে তাদের পারিবারিক কলহ লেগেই ছিলো। তাদের ৭ মাস বয়সের একটি পুত্র সন্তান রয়েছে। গত কয়েকদিন আগে ঝগড়া করে ডলি বাপের বাড়ি চলে আসে। পরে সোমবার বেলা ৩ টার দিকে স্ত্রীকে নেওয়ার জন্য ফারুক শশুর বাড়িতে আসে। এরপর রাত ৯ টার দিকে ওই বাড়ির একটি কক্ষ থেকে ফারুকের গলাকাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় ঘরের মেঝে থেকে একটি রক্তমাখা দা জব্দ করে পুলিশ।

স্বজনদের অভিযোগ ফারুককে হত্যা করেছে শশুর বাড়ির লোকজন।

অন্য দিকে পুলিশ বলছে হত্যা না আত্বহত্যা তদন্ত রিপোর্ট ছাড়া বলা যাচ্ছে না। তবে বিষয়টি তারা রহস্যজনক বলে মনে করছেন।

চন্দ্রগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. জাফর আহম্মদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যা না আত্মহত্যা তদন্ত ছাড়া তা বলা যাচ্ছে না। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

এবিএন/অ আ আবীর আকাশ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত