![গলাচিপায় ১০ টাকা কেজি চাল বিতরনে অনিয়ম: প্রতিবাদে আহত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/01/potuakhali_abnews24_137661.jpg)
পটুয়াখালী, ০১ মে, এবিনিউজ: বর্তমান সরকারের "শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ" এই শ্লোগানে নাগরীকের অধিকার আদায়ের লক্ষ্যে দেশের প্রতিটি জেলা উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তরের ১০ টাকায় ৩০ কেজি চাল বিতরনের কর্মসূচী গ্রহন করলেও, অসাধুপায়ী চাল ডিলারদের দুর্নিতীর কারনে ১০টাকায় ৩০ কেজি চাল কিনা থেকে বঞ্চিত পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের হতদরিদ্র জনসাধারণ।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, আমখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেসার্স জুয়েল ট্রেডার্স, সরকার নির্ধারীত ১০ টাকা হারে কার্ড প্রতি ৩০ কেজি চাল দেয়ার কথা থাকলেও, ২৬ কেজি ২৭ কেজি করে দেয়ার প্রতিবাদ করলে, ভোক্তাভগী নাসির চৌকিদারের ছেলে আল- আমিন চৌকিদারকে চালের ডিলারের পেটওয়া বাহিনী দিয়ে অতর্কিত হামল করে বলে জানায়, আহতর পরিবার।
অন্যদিকে পেটওয়া বাহিনীর হামলায় বর্তমানে মুমূর্ষু অবস্থায় গলাচিপা সরকারী সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎস্বধীন রয়েছে আল- আমিন । এবিষয়ে খাদ্য কর্মসূচীর নির্ধারীত ডিলার মোঃ জুয়েলর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এব্যপারে আহত আল- আমিন গলাচিপা থানায় একটি অভিযোগ দাখিল করেন বলেও পরিবার সুত্রে জানা যায়।
গলাচিপা থানার ওসি মোঃ জাহিদ হোসেন মুঠোফোনে বলেন অভিযোগটি হাতে পায়নি। তবে বিষয়টি তিনি ক্ষতিয়ে দেখবেন। তদন্তকারী অফিসার এস.আই নজরু ইসলাম মুঠোফোনেপ্রতিবেদককে জানান,অভিযোগকারীর শাশুড়ি মারা যাওয়ায় আজ তদন্ত সম্ভব হয়নি।
এবিএন/মু. জিল্লুর রহমান জুয়েল/জসিম/নির্ঝর