বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সোনাগাজীতে জাতীয় শ্রমিক দিবসে আলোচনা সভা ও র‌্যালী

সোনাগাজীতে জাতীয় শ্রমিক দিবসে আলোচনা সভা ও র‌্যালী

সোনাগাজীতে জাতীয় শ্রমিক দিবসে আলোচনা সভা ও র‌্যালী

সোনাগাজী (ফেনী), ০১ মে, এবিনিউজ: সোনাগাজীতে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস বিভিন্ন কর্মসুচির মাধ্যমে পালিত হয়েছে। শুরুতে জাতীয় শ্রমিকলীগ সোনাগাজী উপজেলার পৌর চত্বর থেকে র‌্যালী বের করে সদরের গুরত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে জিরো এসে সমবেত হয়।

শ্রমিক সমাবেশে জাতীয় শ্রমিকলীগ সোনাগাজী উপজেলা শাখার সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে ও চরছান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জেডএম কামরুল আনাম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিন,সাধারন সম্পাদক ও পৌর মেয়র রফিকুর ইসলাম খোকন, প্রচার সম্পাদক দ্বীন মোহাম্মদ, জাতীয় শ্রমিকলীগ সোনাগাজী উপজেলা শাখার সভাপতি আব্দুল কাদের। সমাবেশে শ্রমিকলীগের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শ্রমিক সমাবেশ শেষে উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। এছাড়া জাতীয় শ্রমিক দিবসে সোনাগাজী উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত