![ফুলবাড়ী সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/01/bgb-bsf-boithok_137666.jpg)
ফুলবাড়ী(কুড়িগ্রাম) , ০১ মে, এবিনিউজ: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় বিএসএফের সদস্যরা এক বাংলাদেশি স্কুল ছাত্রকে নির্মম ভাবে রাবার বুলেটের আঘাতে মূখ মন্ডল ক্ষত বিক্ষত করার প্রতিবাদে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এলাকাবাসী ও বিজিবি সুত্রে জানান গেছে, আজ মঙ্গলবার সকালে উপজেলার গোরকমন্ডল উচাঁটারী সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯২৯ এর সাব পিলার ৫ এসের পাশে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশের পক্ষে নের্তৃত্ব দেয় শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল কাদের ও ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার অধীনে ৩৮ বিএসএফ ব্যাটালিয়নের পক্ষে নের্তৃত্ব দেয় নারায়ণগঞ্জ ক্যাম্পের এসি সুশীল কুমার । পতাকা বৈঠক শুরু হয় সকাল ৯ টা ৫ মিনিট এবং শেষ হয় ৯ টা ৩০ মিনিটে। এ ২৫ মিনিটের পতাকা বৈঠক সুবেদার আব্দুল কাদের ভারতের বিএসএফদেরকে বাংলাদেশি স্কুল ছাত্রকে নির্মম ভাবে রাবার বুলেটের আঘাতের আহত হওয়ার ঘটনায় ত্রীব প্রতিবাদ জানান।
এ সময় ভারতের নারায়ণগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এসি সুশীল কুমার নিজেদের দোষ স্বীকার করে দুঃখ প্রকাশ করেন এবং এ রকম ঘটনা ঘটবে না বলে প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য,গত সোমবার শেষ বিকালে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ঘাস সংগ্রহ করতে গিয়ে বিএসএফের রাবার বুলেটে এক বাংলাদেশী স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে। বুলেটের স্প্রিন্টের আঘাতে ওই স্কুল ছাত্রের মুখমন্ডল ক্ষত বিক্ষত হলে তার আত্মচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটে উপজেলার কৃষ্ণানন্দবকসি সীমান্ত এলাকায়।
রাবার বুলেট বিদ্ধ ছাত্রের নাম রাসেল মিয়া (১৪) । সে উপজেলার সীমান্তবর্তি বালাতারী গ্রামের আব্দুল হানিফের ছেলে ও বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় ওই সীমান্তে বিজিবি’র টহল জোরদার করেছে।
সীমান্তবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে,ওই সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩০ এর সাব পিলারের ৮ এর পাশে বাংলাদেশী নোম্যান্সল্যান্ডে গবাদী পশুর ঘাস সংগ্রহ করতে যায় রাসেল মিয়া, শাকিল, ফরহাদ, আলিমুদ্দিন।
এবিএন/বিশ্বনাথ রায়/জসিম/নির্ঝর