বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • খেলাধুলা
  • টেস্ট র‌্যাংকিংয়ে ৮ম স্থানে জায়গা করে নেয়া সেরা অর্জন: মুশফিক

টেস্ট র‌্যাংকিংয়ে ৮ম স্থানে জায়গা করে নেয়া সেরা অর্জন: মুশফিক

টেস্ট র‌্যাংকিংয়ে ৮ম স্থানে জায়গা করে নেয়া সেরা অর্জন: মুশফিক

ঢাকা, ০১ মে, এবিনিউজ : ইতিহাসে প্রথম বারের মতো টেস্ট র‌্যাংকিংয়ে ৮ম স্থানে জায়গা করে নেয়ার ব্যাপারটি দেশের ক্রিকেটের জন্য প্রাপ্তির বলে জানিয়েছেসন সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। মুশফিক জানান, আমাদের সবসময় একটা চেষ্টা থাকেই যে আমরা উপরের দিকে যাবো এবং সবশেষ ওয়ানডেতে দেখছিলেন যে আমরা ভালোভাবে উন্নতি করছিলাম এবং টি-২০ তে আমাদের প্রত্যাশা অনুযায়ী উন্নতি না হলেও সবশেষ সিরিজটা আমরা ভালো খেলেছি। টেস্টে গত চার পাঁচটা বছর বাংলাদেশ ভালো করছে সেটাই বুঝা যায় এটা থেকে। এক সিরিজে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয় না। এখন এই পজিশনটা ধরে রাখতে হবে যেটা কঠিন। তবে আমাদের টিমে যে খেলোয়াড় আছে তাদের সেই সামর্থ্য আছে।

বিশ্বকাপে লীগ পর্বে সবার বিপক্ষে খেলার সুযোগ পাওয়াকে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন মুশফিক। ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স লিগের সুখস্মৃতি মনে করে মুশফিক বলেন, আমাদের সবার প্রত্যাশা এখন অনেক বেশি। বাংলাদেশ টিম আগে যা করেছে তার চেয়ে এখন অনেক ভালো করবে আর সেই ক্ষমতা আমাদের আছে। গত বিশ্বকাপগুলোর চেয়ে ভালো করার একটা একটা সুযোগ। তাই আমি মনে করি, আমাদের সেরাটা যদি দিতে পারি তাহলে অবশ্যই ভালো কিছু হবে।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত