বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ‘আওয়ামীলীগ সরকার শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিয়েছে’
এমপি হাবিবর রহমান

‘আওয়ামীলীগ সরকার শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিয়েছে’

‘আওয়ামীলীগ সরকার শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিয়েছে’

ধুনট (বগুড়া), ০১ মে, এবিনিউজ: বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিয়েছে।

তিনি আরো বলেন, বিগত সরকারের আমলে আন্দোলনরত শ্রমিকদের গুলি করে হত্যা করা হয়েছে। শ্রমিকদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। কিন্তু আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর মালিক-শ্রমিকদের বৈষম্য দূর করা হয়েছে। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বগুড়ার ধুনটে মহান মে দিবস উদযাপন উপলক্ষে উপজেলা নির্মান শ্রমিক ও থানা কুলি শ্রমিক ইউনিয়নের আয়োজিত র‌্যালী শেষে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী মনোরঞ্জন রায়ের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হাই খোকন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীল নাহার, জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক রাকিবুল হাসান বিদ্যুৎ, নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আয়নাল হক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাধারন সম্পাদক আবু সালেহ্ স্বপন প্রমূখ।

এবিএন/ইমরান হোসেন ইমন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত