মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩১
logo

উলিপুরে মহান মে দিবস পালিত

উলিপুরে মহান মে দিবস পালিত

উলিপুর (কুড়িগ্রাম) , ০১ মে, এবিনিউজ: “দুনিয়ার মজদুর এক হও এক হও ” এ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে মহান মে দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, র‌্যালি ও আলোচনা সভা ও মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সকালে উলিপুর থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, উলিপুর থানা রিক্সা/অটো-রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন, জাতীয় শ্রমিক লীগ, হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন ও মটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে পৃথক পৃথক র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে উলিপুর কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বরে শ্রমিক ইউনিয়নের থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ফুলবাবু মিয়া,সাধারণ সম্পাদক জিন্নাত আলী, সহ-সভাপতি মন্জু মিয়া, সাংগঠনিক সম্পাদক তমিজ খাঁন, কোষাধক্ষ্য শফিকুল ইসলাম প্রমুখ।

অপরদিকে জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী, সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার, সংগঠনের সাধারণ সম্পাদক মুকুল সরকার প্রমুখ।

এবিএন/আব্দুল মালেক/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত