![রাতে রিয়ালের বিপক্ষে মাঠে নামছে বায়ার্ন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/01/real_137677.jpg)
ঢাকা, ০১ মে, এবিনিউজ : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে রাতে রিয়ালের মাঠে খেলতে নামবে বায়ার্ন মিউনিখ। এই লিগের প্রথম ম্যাচে ২-১ গোলে এগিয়ে রিয়াল মাদ্রিদ। তবে সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়াল মাদ্রিদ অজেয় নয়, সেখানে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে জুভেন্টাসের কাছে বর্তমান চ্যাম্পিয়নদের হেরে যাওয়া থেকেই অনুপ্রেরণা পাচ্ছেন বায়ার্ন মিউনিখ কোচ ইয়ুপ হাইনকেস।
আজ মঙ্গলবার বাংলাদেশ সময় পৌনে একটায় সেমি-ফাইনালের ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল।
কোয়ার্টার-ফাইনালে জুভেন্টাসের মাঠে প্রথম লেগে ৩-০ গোলের জয় পেলেও নিজেদের মাঠে ফিরতি লেগে এক সময় ৩-০ গোলে পিছিয়ে ছিল রিয়াল। শেষে যোগ করা সময়ে ‘বিতর্কিত’ এক পেনাল্টি থেকে ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে সেমি-ফাইনালে ওঠে জিদানের দল।
সংবাদ সম্মেলনে বায়ার্নের কোচ হাইনকেস জানান, জুভেন্টাসের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচটি দেখিয়েছিল, নিজেদের মাঠেও রিয়ালের দুর্বলতা আছে। তাদের অজেয় মনে হলেও আসলে তা নয়। আমরা জানি বিষয়গুলো খুব কঠিন হতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ ম্যাচের সঙ্গে মাদ্রিদ অভ্যস্ত কিন্তু আমরাও কিন্তু অভ্যস্ত। আমরা তাদের জন্য খুবই কঠিন প্রতিপক্ষ হব।
রিয়ালের মূল্যবান দুটি অ্যাওয়ে গোল থাকায় ফাইনালে ওঠা কঠিন বায়ার্নের জন্য। তবে হাইনকেস আশাবাদী। আমরা ফাইনালে যেতে চাই। মাদ্রিদ আমাদের আটকাতে কি করতে পারে, সে ব্যাপারে আমরা সচেতন।
এদিকে সংবাদ সম্মেলনে রিয়ালের কোচ জিদান বলেন, আমরা জানি, তারা এখানে এসে ভালো খেলবে। তারা বড় মাপের একটা ক্লাব, অসাধারণ এক দল। কী হতে পারে আমরা ধারণা করি। আর এ কারণেই ভালোভাবে প্রস্তুত হতে হবে আমাদের এবং ভালো খেলা দেখাতে হবে। এটা করতে পারলে আমরা বড় কিছু অর্জন করতে পারব।ম্যাচটা জেতা নিয়ে ভাবাই হলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমাদের এটাই করতে হবে। এটা করতে পারার চাওয়া নিয়েই মাঠে নামতে হবে। দ্রুত গোল করে ফেলতে হবে আমাদের।
এবিএন/মমিন/জসিম