বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

দুর্গাপুরে মহান মে দিবস পালিত

দুর্গাপুরে মহান মে দিবস পালিত

দুর্গাপুর (নেত্রকোনা), ০১ মে, এবিনিউজ: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ন্যায্য মজুরী, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা ও অধিকার আদায়ের শ্লোগানকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ দুর্গাপুর উপজেলা শাখা, মটরযান শ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ইউনিয়ন, তেরীবাজার বহুমুখী সমবায় সমিতি, অটো শ্রমিক ইউনিয়ন, করাতকল শ্রমিক সংগঠন এর উদ্যোগে এক বিশাল র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা শ্রমিকলীগ সভাপতি শীতল চন্দ্র সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বাবু ছবি বিশ্বাস।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খাঁন, মোঃ আলী আসগর, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, কৃষকলীগ সাধারণ সম্পাদক স্বপন হাজং, বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি,

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, নিজ নিজ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করেন। এছাড়া, আওয়ামী শ্রমিক ঐক্যজোট এর নেতা মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে নানা কর্মসুচীর মাধ্যমে মহান মে দিবস পালিত হয়েছে।

বক্তারা বলেন, শ্রমিকদের ন্যাষ্য মজুরী প্রাপ্তি ও শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কার বিজয় আনতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত