বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বদলগাছীতে কালবৈশাখী ঝড়ে বোরো ধানের ব্যপক ক্ষতি
শ্রমিক সংকটে কৃষকরা

বদলগাছীতে কালবৈশাখী ঝড়ে বোরো ধানের ব্যপক ক্ষতি

বদলগাছীতে কালবৈশাখী ঝড়ে বোরো ধানের ব্যপক ক্ষতি

বদলগাছী (নওগাঁ), ০১ মে, এবিনিউজ: নওগাঁর বদলগাছী উপজেলায় চলতি ইরি-বোরো মৌসুমে ধান কাটা-মাড়াই শুরুতেই আবহাওয়া ধানের অনুক’লে থাকলেও বর্তমানে তা ধান কাটার প্রতিক’লে চলে যাওয়ায় কৃষকরা ধান নিয়ে চরম বিপাকে পড়েছেন।

এর মধ্যে ৪ দিনের টানা বর্ষন ও কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে গেছে ইরি-বোরো আধা পাকা ধান। দফায় দফায় ঝড়, বৃষ্টি আর কিছু কিছু স্থানে শিলা বৃষ্টির কারণে ধান মাঠে বিছানার মত পড়ে ব্যপক ক্ষতির সনমুখিন পড়েছে। এই পড়ে যাওয়া ধান কাটার জন্য পাওয়া যাচ্ছে না শ্রমিক। শ্রমিক পাওয়া গেলেও কৃষকে দিতে হচ্ছে দ্বিগুন মূল্য। ঝড়ে ধান পড়ে যাওয়ার কারণে বিঘা প্রতি ৪-৫মন হারে ধানের ফলন কম হবে বলে আশংকা করছেন উপজেলার কৃষকরা।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরে ৮টি ইউনিয়নে ১২ হাজার ১শ’ ৪০হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষি অফিসের পরামর্শে সঠিক সময়ে চারা লাগানোর পড়, যথা সময়ে সেচ দেওয়া, সার সংকট না থাকায় উপজেলার কৃষকরা জিরাশাইল, খাটো-১০, স্বর্ণা-৫ জাতের ধান চাষ করেছেন। নতুন ধান কাটার শুরুতেই বিঘা প্রতি ২১-২৩ মন হারে ধান উৎপাদন হচ্ছে।

উপজেলার কোমারপুর গ্রামের কৃষক মো:আতাউর রহমান জানান, আমি এবছর ৭ বিঘা জমিতে ধান চাষ করেছি। এবার আবহাওয়া ভাল ও পরিচর্যা করায় আমার জমিতে ধান ভাল হয়েছে। কিন্তু সমস্যা একটাই ধান কাটার শ্রমিক সংকট। দিন যাচ্ছে আর এই সমস্যা প্রকট আকার ধারন করছে। ধান কাটার সময় এলেই আমাদের মন খারাপ হয়ে যায়।

চাংলা গ্রামের কৃষক মো: পলাশ হোসেন বলেন আমি চলতি মৌসুমে ৯ বিঘা জমিতে ধান চাষ করেছি। ধান কাটার শুরুতেই আবহাওয়া ধানের অনুকূলে থাকলেও কয়েকদিনের কালবৈশাখী ঝড়, ও বৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। আমার অর্ধেক জমির আধাপাকা ধান পড়ে গেছে। এতে করে বিঘা প্রতি ধানের ফলন অনেক কম হবে। অপরদিকে শ্রমিক সংকটের কারণে সঠিক সময়ে ধান কাটতে পারছি না কৃষরা।

বদলগাছী উপজেলা কৃষি অফিসার মোঃ হাসান আলী জানান, ইরি-বোরো ধান লাগানোর শুরু থেকে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু গত কয়েকদিনের কালবৈশাখী ঝড়, বৃষ্টিতে ধানের কিছুটা ক্ষতি হয়েছে। পরবর্তি সময়ে আবহাওয়া ভালো থাকলে ও বাজারে ধানের দাম ভাল থাকলে কৃষকরা লাভবান হবেন তিনি আশা করছেন।

এবিএন/হাফিজার রহমান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত