শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বদলগাছীতে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু

বদলগাছীতে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু

বদলগাছী (নওগাঁ), ০১ মে, এবিনিউজ: নওগাঁর বদলগাছীতে আজ সকাল ৯টায় বজ্রপাতে এক শ্রমিকের করুন মৃত্যু ঘটেছে। জানা যায় উপজেলার সদর ইউপির বড় কাবলা গ্রামের সোলেমান আলীর বোরো ধান কাটার জন্য মাঠে গেলে সকাল ৯টার দিকে আকাশের ঝড় শুরু হলে শ্রমিকেরা দৌড়ায়ে বাড়ী ফিরার পথে শাহাজান নামে এক জন পিছে পড়ে।

এসময় আকাশ থেকে বজ্রপাত পড়ে তার সড়িলের বিভিন্ন স্থানে ঝলসে যায় এবং সেখানেই মুত্যু ঘটে। সাথে থাকা উন্ন শ্রমিকবেলাল,ফজলু,রশিদ,বলেন ২দিন আগেই আমরা পাবনা জেলার সাথিয়াল উপজেলার কনজুন পাড়া গ্রাম থেকে এসেছি ধান কাটার জন্য। শাহাজান কনজুন পাড়া গ্রামের আবু রায়হানের ছেলে বলে জানা যায়।

এবিএন/হাফিজার রহমান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত