বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ঝালকাঠিতে মহান মে দিবস পালিত

ঝালকাঠিতে মহান মে দিবস পালিত

ঝালকাঠি, ০১ মে, এবিনিউজ: ‘শ্রমিক মালিক ভাই ভাই, সোনার বাংলাদেশ গড়তে চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের যৌথ উদ্যেগে মহান মে দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনিুষ্ঠত হয়েছে। আজ ০১ মে সাড়ে ৯ টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে র‌্যালি পুর্ব আলোচনা এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. হামিদুল হক, জেলা আওয়ামী লীগ’র সাধারন সম্পাদক জননেতা আলহাজ্ব এড. খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সহ সাধারন সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগ’র আহবায়ক মোবারক হোসেন মল্লিক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার, বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা সাধারন সম্পাদক আবু সাইদ খানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্ধ।

বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, শ্রমিকরা ভালো থাকলে সরকারও ভাল থাকবে পাশাপাশি শ্রমিকদের ন্যায্য দাবী পূরনের জন্য মালিক পক্ষের প্রতি উদাত্ত আহবান জানান বক্তারা। এ সময় অন্যান্যে মাঝে উপস্থিত ছিলেন ঝালকাঠি রিপোটার্স ইউনিটির সভাপতি এইচ এম বাদল ও সাধারন সম্পাদক এস এম রাজ্জাক পিন্টু, যুগ্ম সাধারন সম্পাদক রিয়াজ মোর্শেদ এবং সাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ খলিফা।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে আলাদাভাবে বিভিন্ন শ্রমিক সংগঠন তারা নিজেদের ব্যানারে বিভিন্ন অনুষ্ঠান মালা পালন করেন।

এবিএন/ আজমীর হোসেন তালুকদার/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত