শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • আত্রাইয়ে টিনের ছাউনি ও প্রাচীর ভেঙ্গে জমি দখলের চেষ্টা
থানায় পাল্টাপাল্টি অভিযোগ

আত্রাইয়ে টিনের ছাউনি ও প্রাচীর ভেঙ্গে জমি দখলের চেষ্টা

আত্রাইয়ে টিনের ছাউনি ও প্রাচীর ভেঙ্গে জমি দখলের চেষ্টা

আত্রাই (নওগাঁ), ০১ মে, এবিনিউজ: নওগাঁর আত্রাইয়ে আফজাল হোসেন মোল্লার বসতবাড়ির দেড় শতক জমির উপর টিনের ছাউনি ও ইটের সীমানা প্রাচীর সন্ত্রাসী কায়দায় ভেঙ্গে জমি দখলের চেষ্টা অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার বান্দাইখাড়া বাজার এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ঘটনায় দুই পক্ষই পাল্টাপাল্টি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

জানা গেছে, বান্দাইখাড়া বাজার এলাকায় আফজাল হোসেন মোল্লা ও তার মেয়ে দিল আফরোজা খানম গত ২০১২ সালে নারায়ন চন্দ্রের মেয়ে কালী দাসী কাছ থেকে ১০ শতক জমি কিনেন। এরপর প্রতিবেশী মো.কান্দুর ওই সম্পত্তি থেকে দেড়শতক জমি পাবে বলে দাবি করেন।

এ নিয়ে স্থানীয়রা ও ইউনিয়ন পরিষদ নিয়ে একাধিকবার সালিশ-বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মো.কান্দুর দাবিকৃত ওই দেড় শতক জমি পাবেন না বলে আফজাল হোসেন মোল্লার পক্ষে রায় এলেও ওই সম্পত্তির উপর সীমানা প্রাচীর নির্মাণ করা হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আদালতে মামলামোকদ্দমা চলে আসছিল। এমতাবস্তায় ওই জমিতে শনিবার বিকেলে টিনের ছাউনি তৈরী করেন আফজাল হোসেন। ঘটনাটি জানতে পেরে মো:কান্দুর ও তার লোকজন নিয়ে সন্ধ্যায় টিনের ছাউনি ও ইটের সীমানা প্রাচীর সন্ত্রাসী কায়দায় ভেঙ্গে ফেলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আফজাল হোসেন মোল্লা জানান, ওই সম্পত্তি কেনার পর থেকে মো:কান্দুর জমি পাবেন বলে দাবি করে আসছেন। এই ঘটনায় স্থানীয়রা ও ইউনিয়ন পরিষদ নিয়ে একাধিকবার সালিশ-বৈঠকে তার পক্ষে রায় আসায় প্রাচীর দিয়ে ভোগদখল করে আসেন।এমতাবস্তায় হঠাৎ করে শনিবার সন্ধ্যায় টিনের ছাউনি ও ইটের সীমানা প্রাচীর সন্ত্রাসী কায়দায় ভেঙ্গে ফেলেন এবং বিভিন্ন হুমকি দেয়ায় তারা নিরাপত্তাহীরতায় ভুগছেন।

মো:কান্দুর তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, ওই সম্পত্তি মালিক ছিলেন রাম গোপাল সাহা। গোপালের বৈমাত্র ভাই নারায়ন। আরএস রেকর্ড মূলে নারায়ণ জমির মালিক হয়েছে। নারায়নের কাছে থেকে আফজাল হোসেন জমি কিনলেও জামির মালিক নারায়ন নন। তিনি রাম গোপাল সাহার কাছ থেকে একই বছর সাড়ে আট শতক জমি কিনেন। এরপর জমি মাপযোগ করতে গিয়ে দেখেন আফজালের সম্পত্তির মধ্যে দেড় শতক জমি রয়েছে। সেই দেড় শতক সম্পত্তির উপর প্রাচীর দিয়ে গাছ লাগানো হয়। কিন্তু হঠাৎ করে শনিবারে এই মিথ্যা নাটক সাজিয়ে আফজাল হোসেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রচারণা চালাচ্ছেন।

হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক দুলু জানান, আমি চেয়ারম্যান থাকাকালিন সময়ে এই জমি জমি নিয়ে বিরোধ হলে স্থানীয়ভাবে আপোষের মাধ্যমে এই সীমানা প্রাচীর নির্মান করা হয়। হঠাৎ করে এই প্রাচীর ভেঙ্গে ফেলা হলো কেন বুঝতে পারলাম না।

হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস শুকুর জানান, ওই সম্পত্তি নিয়ে আদালতে মামলা আছে। হঠাৎ করে গতকাল টিনের ছাউনি দেয়াকে কেন্দ্র করে একটি ঝামেলা হয়েছে। বিষয়টির তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ই্নচার্জ (ওসি) মো: মোবারক হোসেন জানান, ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে তাদের মধ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় নিয়ে আসতে বলা হয়েছে।

এবিএন/রুহুল আমিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত