![ফুলবাড়ীয়ায় মহান মে দিবস উদযাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/01/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_137696.jpg)
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ), ০১ মে, এবিনিউজ: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বিভিন্ন সংগঠনের বর্ণাঢ্য শোভা যাত্রা ও আলোচনার মধ্য দিয়ে মহান মে দিবস উযাপন করা হয়।
মালিক শ্রমিক গড়বো দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ এই পতিপাদ্য বিষয়ে ফুলবাড়ীয়ায় মহান মে দিবস উদযাপনে সকালে র্যালী ও শোভা যাত্রা শেষে প্রথমে ডাক বাংলোয় পরে মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোসলেম উদ্দিন এ্যাডভোকেট। অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আ. রাজ্জাক শ্রমিকলীগ সভাপতি আনোয়ার হোসেন উজ্জল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডভোকেট আব্দুল কদ্দুছ,আনোয়ার হোসেন তালুকদার মঞ্জু,
সাধারন সম্পাদক আলহাজ্ব মো. আঃ মালেক সরকার, পৌর মেয়র গোলাম কিবরিয়া, জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক এম এ কদ্দুছ, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম উপজেলা সহ শ্রমিকলীগ, যুবলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।সভাপরিচালনা করেন উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক আহসান হাবিব ইলিয়াস।
এবিএন/হাফিজুল ইসলাম স্বপন/জসিম/তোহা