শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ‘শ্রমিকদের মজুরী কমপক্ষে আরও ৫ হাজার টাকা বৃদ্ধি করা উচিৎ’
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

‘শ্রমিকদের মজুরী কমপক্ষে আরও ৫ হাজার টাকা বৃদ্ধি করা উচিৎ’

‘শ্রমিকদের মজুরী কমপক্ষে আরও ৫ হাজার টাকা বৃদ্ধি করা উচিৎ’

গাজীপুর, ০১ মে, এবিনিউজ: রব্য মুল্যের উর্ধগতির কথা বিবেচনা করে শ্রমিকদের মজুরী আরও কমপক্ষে ৫ হাজার টাকা বৃদ্ধি করা উচিৎ বলেন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি ।

তিনি বলেন মজুরী বোর্ডকে শ্রমিকদের ন্যায্য পাওয়ানা সম্পর্কে সচেতন থাকতে হবে । যাতে তারা তাদের সঠিক মজুরী পায়। আগামী জুনের মধ্যে শ্রমিকদের বর্ধিত বেতন নির্ধারণ করা হবে এবং কত বৃদ্ধি পাবে তাও উল্লেখ করা হবে।

মন্ত্রী আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজ মাঠে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে এসব কথা বলেন।

কালিয়াকৈর পৌর শ্রমিকলীগের সভাপতি হারিজ উজ্জামান হারিজ খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করীম রাসেল,পৌর আওয়ামীলীগের আহবায়ক আব্দুল ওয়াহাব মিয়া, গাজীপুর জেলা শ্রমিকলীগ সভাপতি আব্দুর রশিদসহ অন্যরা।

এবিএন/আলমগীর হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত