![‘সরকার দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়’](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/01/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_137700.jpg)
জামালপুর, ০১ মে, এবিনিউজ: পাট-বস্ত্র প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি বলেছেন-দুর্নীতিমুক্ত সুখি-সমৃদ্ধ এবং উন্নয়নশীল বাংলাদেশ গড়তে শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নে হাজার-কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। নেতা-কর্মী এবং এমপি-মন্ত্রীরা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিলে এ সকল প্রকল্প শতভাগ রাষ্ট্র-জনস্বার্থ রক্ষা হবে। ইতোমধ্যেই শেখ হাসিনা বিশ্বের তৃতীয় পার্সন স্বীকৃতি পেয়েছেন।
আমার নেত্রী শেখ হাসিনা বিশে্ব প্রথম পার্সন স্বীকৃতি পেতে জনপ্রতিনিধি-নেতৃবৃন্দ এবং এমপি-মন্ত্রীরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নেয়ার উপর গুরুত্বারোপ করে মির্জা আজম বলেন-বিশ্বে বাংলাদেশও একদিন মাথা উঁচু করে দাড়াবে। এজন্য সবাইকে দেশ প্রেমের টানে কাজ করতে হবে, পকেট ভারী করতে নয়। অতিতে নেতা-কর্মীদের মাঝে মতানৈক্য এবং সকল বিতর্ক এড়িয়ে নৌকার জন্য ঐক্যবদ্ধের আহবান জানান।
তিনি ১ মে বিকেলে জামালপুরের মেলান্দহে উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শ্রমিক দিবস উপলক্ষে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। উপজেলা শ্রমিক লীগ আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন-উপজেলা শ্রমিক লীগের সভাপতি আলহাজ কিসমত পাশা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান আলহাজ একেএম হাবিবুর রহমান চাঁন, আ’লীগ সম্পাদক মো: জিন্নাহ, পৌরমেয়র শফিক জাহেদী রবিন, সাবেক মেয়র হাজী দিদার পাশা, জেলা পরিষদের সদস্য আবু তাহের ঠিকাদার প্রমুৃখ।
এবিএন/শাহ্ জামাল/জসিম/তোহা