![ডোমারে আনোয়ার হোসেনের নামে রাস্তার নামফলক উম্মোচন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/01/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_137701.jpg)
নীলফামারী, ০১ মে, এবিনিউজ: নীলফামারীর ডোমারে ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আনোয়ার হোসেনের নামে রাস্তার নাম করনের ফলক উম্মোচন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে ডোমার রেলষ্টেশন মোড় হইতে চিকনমাটি মোড় পর্যন্ত এই রাস্তাটির নাম করনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
চিকনমাটির কৃতি সন্তান মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাম ফলক উম্মোচন করেন ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়নের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সাবেক সম্পাদক আলহাজ্ব করিমুল ইসলাম, মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন,মুক্তিযোদ্ধা মানিক,
শিক্ষাবীদ আবু সুফিয়ান লেবু,আনোয়ার হোসেনের ছেলে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ হোসেন মুন,রাজনীতিবীদ সহিদুল ইসলাম,রেজাউল করিম রাজু এ সময় উপস্থি থেকে বক্তব্য রাখেন। বক্তারা ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আনোয়ার হোসেনের নামে সড়কটির নাম করন করায় পৌর কৃতপক্ষকে অভিনন্দন জানান।
এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/তোহা