গাইবান্ধা, ০১ মে, এবিনিউজ : গাইবান্ধা জেলা প্রশাসন ও সরকারি শ্রম কল্যাণ কেন্দ্রের যৌথ আয়োজনে মহান মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার সকালে এ উপলক্ষে একটি বিশাল র্যালী স্বাধীনতা প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা কার্যালয়ের স্থানীয় সরকার উপ-পরিচালক শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, স্থানীয় সরকার জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও পৌর মেয়র এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার রকিবুল হাসান, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এ্যাড. গৌতম কুমার চক্রবর্তী বিসু ছাড়াও জেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাসহ জেলা বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিএন/আরিফ উদ্দিন/জসিম/এমসি