পলাশবাড়ী (গাইবান্ধা), ০১ মে, এবিনিউজ : গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পলাশবাড়ী কার্যালয়ের আয়োজনে মহান মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের একটি বিশাল র্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ টাউন হলরুমে সংগঠনের সভাপতি আব্দুস সোবহান মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সংগঠনের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সাবু, সাবেক সাধারণ সম্পাদক রেজানুর রহমান ডিপটি ও সুরুজ হক লিটন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।
অপরদিকে, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, নরসুন্দর শ্রমিক ইউনিয়ন ও উপজেলা মোটর পরিবহন সুপারভাইজার সমবায় সমিতি লিঃ পৃথক পৃথকভাবে দিবসটি পালন করেন।
এবিএন/আরিফ উদ্দিন/জসিম/এমসি