বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নাসিরনগরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজের পর ভারতে মিলেছে সন্ধান

নাসিরনগরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজের পর ভারতে মিলেছে সন্ধান

নাসিরনগরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজের পর ভারতে মিলেছে সন্ধান

নাসিরনগর (ব্রাক্ষনবাড়িয়া), ০১ মে, এবিনিউজ: জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের বেরুইন গ্রামের মো. পারভেজ মিয়ার মেয়ে দাঁতমন্ডল এরফানিয়া মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী পপি আক্তার( ১৩) তার শ্রেনী রোলনং ১২৭। ১৪ মার্চ রোজ বুধবার সকাল ৯ ঘটিকার সময় স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোজ হয়। মেয়ে নিখোজের পর, মেয়েকে না পেয়ে অনেক খোজা খোজির পর বাবা পারভেজ মিয়া ১৬ এপ্রিল নাসিরনগর থানায় ৫৪৫ নং সাধারন ডায়েরী রুজু করে।

ডায়রির পর নাসিরনগর থানা পুলিশ ১৯ এপ্রিল ২৫৯ নং বেতার বার্তা প্রেরন করে। কিছু দিন আগে পপি ভারতী +৯১৭০৪৫৫৮২২৩৭ নং মোবাইল ফোন থেকে তার বাবা কে ফোনে জানায়, সে ভারতের এক মালিকের বাসায় কাজের মেয়ে হিসেবে রয়েছে। তার সাথের অন্য কাজের মেয়ের মোবাইল নাম্বার দিযে ফোন করা হয়েছে। পপি জানায় সে মাদ্রাসা আসার পথে বোকরা পরা এক মহিলা তাকে ফুসলিয়ে গাড়িতে তুলে ঔষধ খাইয়ে অঞ্জান করে ভারতে নিয়ে যায়। সেখানে এক মালিকের বাসায় কাজের মেয়ে হিসেবে বিক্রি করে দিয়ে চলে আসে।

পপি ওই মহিলাকে চিনতে পারেনি বলে জানায়।পরে বাসার মালিকের সাথে +৯১৭০৪৫৫৮২২৩৭ মোবাইল ফোনে যোগাযোগ করা হয়।পরে মালিক পপিকে থানায় সোর্পদ করে দেয়।ভারতের অলজিরি নামক থানার এক পুলিশ কর্মকর্তা +৯১৯৯২২০০৮৭৬৮ নাম্বার থেকে ফোন করে জানান বর্তমানে পপি সেখানকার পুলিশের সেইভ কাষ্টডিতে রয়েছে। নাসিরনগর থানা পুলিশ পপিকে বাংলাদেশে ফিরিয়ে আনতে যাবতীয় প্রস্তুতি নিচ্ছে থানা পুলিশ।

এবিএন/আব্দুল হান্নান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত