![গাইবান্ধায় শ্রমিকদলের মহান মে দিবস পালন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/01/rally_abnews_137706.jpg)
গাইবান্ধা, ০১ মে, এবিনিউজ : গাইবান্ধা জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার এ উপলক্ষে একটি র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিকদল সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী আমিরুল ইসলাম ফকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, বিএনপি নেতা আনিছুর রহমান নাদিম, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, কামরুল হাসান সেলিম, আলমগীর সাদুল্যা দুদু, মাকছুদার রহমান চৌধুরী, আল আমিন চৌধুরী, শফিকুর রহমান, শফিকুর রহমান খোকা, শহিদুল ইসলাম রাজা, কারজন চৌধুরী, শেখ মাসুদ খান।
আরো বক্তব্য রাখেন কৃষকদল সভাপতি ইলিয়াস হোসেন, যুবদল নেতা মাসাদু রানা, ডা. শাহজাহান প্রামানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক ভুট্ট, সদস্য সচিব শফিকুল ইসলাম রুবেল, শ্রমিকদল নেতা এসএম হুনান হক্কানী, আব্দুস কুদ্দুস মোড়ল, দেলোয়ার হোসেন, জিয়াউর রহমান জিয়া, মহিলাদল নেত্রী তমা বেগম, লাইলী বেগম ও জাসাস নেত্রী মাধবী সরকার প্রমুখ।
এসময় বিএনপিসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এবিএন/আরিফ উদ্দিন/জসিম/এমসি