বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

হোসেনপুরে ইয়াবাসহ পৌর কাউন্সিলর আটক

হোসেনপুরে ইয়াবাসহ পৌর কাউন্সিলর আটক

হোসেনপুর (কিশোরগঞ্জ), ০২ মে, এবিনিউজ : কিশোরগঞ্জের হোসেনপুরে ইয়াবাসহ মো. মাসুম বাবুল নামে এক পৌর কাউন্সিলরকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে হোসেনপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাইছমা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক মো. মাসুম বাবুল হোসেনপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাইছমা-পদুরগাতি এলাকার মো. লাল মিয়ার ছেলে এবং পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর। হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরাফাতুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করতেন ওয়ার্ড কাউন্সিলর মাসুম বাবুল। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার কাইছমা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে হোসেনপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশের এই কর্মকর্তা জানান।

এবিএন/খায়রুল ইসলাম/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত