![মুম্বাইকে হারিয়ে জয়ে ফিরল বেঙ্গালুরু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/02/rcb_137720.jpg)
ঢাকা, ০২ এপ্রিল, এবিনিউজ : ১৬৮ রানের লক্ষ্যও তাড়া করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রোহিত শর্মার দল ৭ উইকেটে থেমে গেল ১৫৩ রানে। ফলে, ফিরতি লেগের প্রথম ম্যাচেই ১৪ রানের ব্যবধানে বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে হারতে হলো মুম্বাই ইন্ডিয়ান্সকে। এ জয়ে টানা দুই ম্যাচ হারের পর জয়ের পথে ফিরল বেঙ্গালুরু।
টস হেরে ব্যাটিংয়ে নেমে মানান বোহরার ৩১ বলে ৪৫, ব্রেন্ডন ম্যাককালামের ২৫ বলে ৩৭, বিরাট কোহলির ২৬ বলে ৩২ ও কলিন ডি গ্র্যান্ডহোমের ১০ বলে হার না মানা ২৩ রানের ওপর ভর দিয়ে ৭ উইকেটে ১৬৭ রানের সংগ্রহ দাঁড় করায় বেঙ্গালুরু।
হার্দিক পান্ডিয়া দারুণ বোলিং করেছেন। ভারতীয় অলরাউন্ডার বল হাতে ৩ ওভারে ২৮ রান খরচায় পান ৩ উইকেট। ১টি করে উইকেট পেয়েছেন মিচেল ম্যাকক্লেনাগন, জসপ্রিৎ বোমরাহ ও ময়ঙ্ক মারকান্দে।
১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই খেই হারায় মুম্বাই। ৪৭ রানের মধ্যে তারা হারায় টপ অর্ডারের চার ব্যাটসম্যান- ইশান কিষান (০), সূর্যকুমার যাদব (৯), রোহিত শর্মা (০) ও কিয়েরন পোলার্ডকে (১৩)। তবে বোলিংয়ের পর ব্যট হাতেও জ্বলে উঠেছিলেন হার্দিক পান্ডিয়া। ৪২ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫০ রানের ইনিংস খেলেও অবশ্য হার ঠেকাতে পারেননি মুম্বাইয়ের। জেপি দুমিনির ২৩ ও ক্রুনাল পান্ডিয়ার ২৩ রানের ইনিংস দুটিও বৃথা গেছে।
বেঙ্গালুরুর দারুণ এই জয়ে বল হাতে দুটি করে উইকেট পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার জেতা টিম সাউদি, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।
এবিএন/সাদিক/জসিম