![প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকালে](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/02/pm_137734.jpg)
ঢাকা, ০২ মে, এবিনিউজ : সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফরের বিষয়ে জানাতে আজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার বিকাল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ সংবাদ সম্মেলনের কথা জানানো হয়।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় ৩ দিনের সরকারি সফর শেষে রবিবার (২৯ এপ্রিল) মধ্যরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরেন। তিনি গ্লোবাল সামিট অব উইমেন সম্মেলনে যোগ দিতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন। সম্মেলনে তাকে মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮’ দেওয়া হয়।
এর আগে সৌদি আরব ও যুক্তরাজ্যে ৮ দিনের রাষ্ট্রীয় সফর করেন প্রধানমন্ত্রী। ১৫ ও ১৬ এপ্রিল সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে গালফ শিল্ড-১ শীর্ষক একটি যৌথ সামরিক মহড়ার সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে দুই দিন সৌদি আরব সফর করেন। এর পর প্রধানমন্ত্রী কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে (সিএইচওজিএম) যোগ দিতে ১৬ এপ্রিল লন্ডন পৌঁছান। ১৯ এপ্রিল সিএইচওজিএম-এর উদ্বোধনী অনুষ্ঠান এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র দেওয়া আনুষ্ঠানিক সংবর্ধনায় যোগদান করেন তিনি। গত ২৩ এপ্রিল দেশে ফেরেন প্রধানমন্ত্রী। এর পর ২৬ এপ্রিল তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন।
এবিএন/সাদিক/জসিম