বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আমার অপসারণে রাহুল দ্রাবিড়ের হাত ছিল না: সৌরভ

আমার অপসারণে রাহুল দ্রাবিড়ের হাত ছিল না: সৌরভ

ঢাকা, ০২ মে, এবিনিউজ : চ্যাপেল-সৌরভ বিতর্ক ক্রিকেট বিশ্বর অন্যতম চর্চিত বিষয়৷ গ্রেগ চ্যাপেলের কোচিং জমানায় জাতীয় দলে ‘বলি’ হতে হয়েছিল ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে৷ প্রাক্তন এই অজি ক্রিকেটার একপ্রকার শেষের দিকে ঠেলে দিয়েছিলেন সৌরভের ক্রিকেট ক্যারিয়ারকে৷ সৌরভের বিরুদ্ধে ষড়যন্ত্রে চ্যাপেল ছাড়াও নাম জড়িয়ে ছিল তৎকালীন ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড়ের৷ কিন্তু গতকাল মঙ্গলবার রাহুলকে ‘ক্লিনচিট’ দিলেন সৌরভ৷

২০০৫ সালে ভারতীয় ক্রিকেট দলের কোচিংয়ের দায়িত্ব নিয়েছিলেন প্রাক্তন অজি অধিনায়ক গ্রেগ চ্যাপল৷ এর কিছুদিন পরই সৌরভকে জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়তে হয়৷ ২০০৫ সালের নভেম্বরে সৌরভের উত্তরসূরি হিসেবেে ভারতীয় দলের অধিনায়ক হন রাহুল দ্রাবিড়৷ ওই বছর নভেম্বরেই ওয়ানডে দল থেকে বাদ পড়েন সৌরভ৷ ২০০৬ সালে টেস্ট দল থেকেও ছেঁটে ফেলা হয় তাকে৷ স্বাভাবিকভাবেই ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় সৌরভ-চ্যাপেল বিতর্কে নাম জড়ায় রাহুল দ্রাবিড়ের৷

গতকাল মঙ্গলবার ইন্ডিয়া টিভির ‘ক্রিকেট কি বাত’ অনুষ্ঠানে এসে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ বলেন, ‘আমার মনে হয় না চ্যাপেলের সিদ্ধান্তে রাহুলের কোন হাত ছিল৷ এটা হয়েই থাকে, যখন কোনও কোচ কারোর বিরুদ্ধে থাকেন তখন অধিনায়ককে তার কথার গুরুত্ব দিতেই হয়৷’ পাশাপাশি ভারতীয় ক্রিকেটের মহারাজ আরও বলেন, ‘ওই সময় রাহুলের সঙ্গে অনেকবারই আমার কথা হয়েছিল৷ ও বারবারই বলত ‘তুমি ফিরে আসবে’ কিন্তু হ্যাঁ এটা ঠিক যে কোচ আমার বিরুদ্ধে ছিলেন৷’

পরে ভারতীয় ক্রিকেটে চ্যাপেল জামানা শেষ হয়ে যায়৷ কিন্তু তখনও ছিলেন টিম ইন্ডিয়ার মধ্যমণি সৌরভ৷ ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকটকে বিদায় জানান ‘প্রিন্স অফ ক্যালকাটা’৷ সেই সঙ্গে শেষ হয় ভারতীয় ক্রিকেটে সৌরভ অধ্যায়৷

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত