শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০১৮

রাতে দিল্লির মুখোমুখি হচ্ছে রাজস্থান

রাতে দিল্লির মুখোমুখি হচ্ছে রাজস্থান

ঢাকা, ০২ মে , এবিনিউজ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আজ বুধবারের খেলায় রাতে মুখোমুখি হচ্ছে দিল্লি ডেয়ারডেভিলস ও রাজস্থান রয়্যালস। এর আগে দুই দলের প্রথম দেখায় দিল্লিকে ১০ রানে হারিয়েছিল রাজস্থান। দিল্লির ফিরোজ শাহ কোটালায় খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে।

আইপিএলের চলতি আসরে খুব একটা ভালো অবস্থানে নেই দিল্লি। এ পর্যন্ত ৮ ম্যাচের মধ্যে ২টিতে জিতেছে তারা। পয়েন্ট টেবিলে সর্বশেষ অবস্থানে রয়েছে দলটি। এরই মধ্যে ব্যর্থতার দায় নিয়ে অধিনায়কত্ব ছেড়েছেন গৌতম গম্ভির। নতুন অধিনায়ক শ্রেয়াস আয়ারের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জিতলেও চেন্নাই সুপার কিংসের কাছে হেরে যায় দলটি।

অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে হার দিয়ে এবারকার আসর শুরু করে রাজস্থান। আজিঙ্কা রাহানের নেতৃত্বে দলটি ৭ ম্যাচে ৩টি জয় নিয়ে আছে টেবিলের সপ্তম অবস্থানে। তাদের সর্বশেষ জয় মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। তবে এ আসরে প্রথম দেখায় দিল্লির বিপক্ষে জয় পেয়েছে তারা। সেদিক থেকে মনস্তাত্ত্বিক ভাবে এদিন কিছুটা হলেও এগিয়ে থাকবে রাজস্থান।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত