বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • আন্তর্জাতিক
  • উ.কোরিয়ার পরমাণু পরীক্ষা কেন্দ্র বন্ধে জাতিসংঘের সহযোগিতা চান মুন

উ.কোরিয়ার পরমাণু পরীক্ষা কেন্দ্র বন্ধে জাতিসংঘের সহযোগিতা চান মুন

উ.কোরিয়ার পরমাণু পরীক্ষা কেন্দ্র বন্ধে জাতিসংঘের সহযোগিতা চান মুন

ঢাকা, ০২ মে, এবিনিউজ : উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা কেন্দ্র বন্ধের পরিকল্পনা যাচাই করতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন জাতিসংঘের কাছে অনুরোধ জানিয়েছেন।

মঙ্গলবার জাতিসংঘ মুখপাত্র এ কথা জানিয়েছেন।

মুন সোমবার জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসকে ফোন করে এ অনুরোধ জানান। উত্তর কোরিয়া আগামী মে মাসে তাদের পারমাণবিক পরীক্ষা কেন্দ্র বন্ধ করে দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছেন এমন কথা দেশটির নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বলার মাত্র কয়েকদিন পর তিনি এ আহবান জানালেন।

জাতিসংঘ মুখপাত্র স্টিফান দুজারিক বলেন, ডিপিআরকের চেয়ারমেন কিম জং উনের ঘোষণা অনুযায়ী দেশটির পারমাণবিক পরীক্ষা কেন্দ্র দ্রুত বন্ধের পরিকল্পনা যাচাই করতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন। উত্তর কোরিয়ার সরকারি নাম হচ্ছে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া (ডিপিআরকে)।

তিনি আরও বলেন, মুন দুই কোরিয়ার মধ্যে নতুন করে একটি ডিমিলিটাইজড জোন প্রতিষ্ঠায় জাতিসংঘের সহায়তা চেয়েছেন।

এদিকে গুতেরেস বলেছেন, জাতিসংঘ সম্ভাব্য সহযোগিতার ধরন নিয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

এ ধরনের যাচাই মিশন কার্যক্রম চালাতে ভিয়েনা ভিত্তিক আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) বিশেষজ্ঞরা রয়েছেন।

উল্লেখ্য, গত বছর উত্তর কোরিয়া তাদের ষষ্ট পারমাণবিক পরীক্ষা চালানোয় এবং একের পর এক ক্ষেপণাস্ত্র উক্ষেপণ করায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত