বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কর্ণাটকে নির্বাচনী প্রচারে মোদি

কর্ণাটকে নির্বাচনী প্রচারে মোদি

ঢাকা, ০২ মে, এবিনিউজ : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চীয় রাজ্য কর্ণাটকের স্থানীয় নির্বাচনে আজ মঙ্গলবার প্রচার শুরু করছেন। এখানে তিনি বিভিন্ন সমাবেশে ভাষণ দেবেন।

আগামী ১২ মে এ রাজ্যে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মকর্তারা জানান, মোদি এ রাজ্যে আজ আয়োজিত তিনটি সমাবেশে ভাষণ দেবেন।

নির্বাচন কর্মকর্তারা জানান, ২২৪ আসন বিশিষ্ট রাজ্যের বিধানসভার এই নির্বাচনে মোট দুই হাজার ৬৫৫ জন প্রার্থী লড়াই করছেন। এদের মধ্যে ২১৯ জন নারী প্রার্থী রয়েছেন।

আগামী ৮ মে পর্যন্ত এ রাজ্যে ১২টিরও বেশি সমাবেশে মোদির ভাষণ দেয়ার কথা রয়েছে।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত