বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

নাইজেরিয়ায় পৃথক বোমা হামলায় নিহত ৬০

নাইজেরিয়ায় পৃথক বোমা হামলায় নিহত ৬০

ঢাকা, ০২ মে, এবিনিউজ : নাইজেরিয়ায় পৃথক দুই আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। একটি মসজিদ ও বিপণিবিতানে হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার একটি মসজিদে ও উত্তর-পূর্ব নাইজেরিয়ার একটি বিপণিবিতানে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নাইজেরিয়ায় পৃথক বোমা হামলা। আদামাওয়া প্রদেশের রাজধানী ইউলার মুবি থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ওই হামলা দুটি সংঘটিত হয়েছে তরুণ আত্মঘাতীদের দিয়ে। এতে কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে।

দেশটির ন্যাশনাল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (ন্যামে) মুখপাত্র ইমাম গারকি বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ ও রেডক্রসের কর্মীরা। সেখানে তারা ২৬ জনের মরদেহ উদ্ধার করেছেন। আর ৫৬ জনকে আহতাবস্থায় মুবি জেনারেল হাসপাতালে পাঠান, যাদের মধ্যে ১১ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক।

তবে মেডিকেল সূত্র বলছে, তারা এ ঘটনায় ৩৫ জনের মরদেহ গ্রহণ করেছেন।

উদ্ধারকারী কর্মীদের একটি সূত্র জানায়, এ ঘটনায় ৪২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৬৮ জন আহত হয়েছেন।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত