![বায়ার্ন ম্যাচে জাভিকে টপকে গেলেন রোনালদো](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/02/xavi-ronaldo_137757.jpg)
ঢাকা, ০২ মে, এবিনিউজ : বার্সেলোনার অন্যতম বিখ্যাত ফুটবলার জাভিকে টপকে গেলেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো৷ বায়ার্নের সঙ্গে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটিসহ মোট ১৫২ বার চ্যাম্পিয়নস লিগের কোন ম্যাচ খেলতে নেমেছেন রোনালদো৷ পর্তুগাল ফরোয়ার্ডের আগে চ্যাম্পিয়নস লিগের একজন খেলোয়াড় হিসেবে ১৫১ বার ম্যাচ খেলতে নামার রেকর্ড ছিল বার্সেলোনার মিডফিল্ডার জাভির৷ গতকাল মঙ্গলবার রাতে জাভিকে টপকে ১৫২ নম্বর ম্যাচটি খেলেন রোনালদো৷
সিআর সেভেনের সামনে রয়েছেন প্রাক্তন মাদ্রিদ গোলকিপার ক্যাসিয়াস৷ মোট ১৬৭টি চ্যাম্পিয়নস লিগ ম্যাচ খেলার রেকর্ড রয়েছে মাদ্রিদের এই গোল কিপারের৷ ২০১৯-২০ চ্যাম্পিয়নস লিগে ক্যাসিয়াসকে টপকে যাওয়ার সুযোগ থাকছে জিদানের প্রিয় শিষ্যের কাছে৷
এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি