![চট্টগ্রামে পিকআপ ভ্যান উল্টে পথচারীর মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/02/road-accident_137760.jpg)
চট্টগ্রাম, ০২ মে, এবিনিউজ: চট্টগ্রামে পিকআপ ভ্যান উল্টে রবিউল ইসলাম প্রকাশ লেদু নামে এক পথচারীর নিহত হয়েছে।
গতকাল মঙ্গলবার দিনগত রাত ২টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড থানা ভাটিয়ারি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রবিউল চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা রাজাখালী এলাকার মৃত সালেহ আহমদের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বররত জেলা পুলিশের এএসআই শীলাব্রত বড়ুয়া জানান, পবিত্র শবে বরাত উপলক্ষে মসজিদ থেকে নামাজ পড়ে ফেরার পথে পিকআপ ভ্যান উল্টে গেলে রবিউল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/নির্ঝর