বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ঝিনাইদহে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ঝিনাইদহে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ঝিনাইদহ, ০২ মে, এবিনিউজ : ঝিনাইদহে ভারী বর্ষণের মধ্যে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।

আজ বুধবার বেলা আড়াইটার দিকে জেলা শহরের কাছে লাউদিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম আসলাম। বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি। অন্য হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার কনক কুমার দাস বলেন, বুধবার বেলা আড়াইটার দিকে প্রচণ্ড বৃষ্টির মধ্যে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার ৩ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া অটোরিকশার আরও ৬ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত