![অর্থনৈতিক নিষেধাজ্ঞায় প্রতিরক্ষা ব্যয় হ্রাসে বাধ্য হলো রাশিয়া](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/02/russ_137770.jpg)
ঢাকা, ০২ মে, এবিনিউজ : রাশিয়ার সামরিক ব্যয় ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো ২০১৭ সালে অনেক হ্রাস পেয়েছে। মস্কোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কারণে সরকারি কোষাগারে ঘাটতি দেখা দেয়ায় এ ব্যয় হ্রাস করা হয়।
এক জরিপ থেকে বুধবার এ তথ্য জানা গেছে।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) জানায়, মস্কো ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে গত বছর রাশিয়ার সামরিক ব্যয় ছিল ৬৬.৩ বিলিয়ন ডলার। পূর্ববর্তী ২০১৬ সালের তুলনায় এ ব্যয় ২০ শতাংশ কম।
খবরে বলা হয়, ব্যাপক আর্থিক সংকটের মুখে মস্কো এর আগে ১৯৯৮ সালে তাদের দেশের সামরিক ব্যয় হ্রাস করে।
ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপের অন্তর্ভূক্তি প্রশ্নে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর অবরোধ আরোপের কথা উল্লেখ করে এসআইপিআরআইয়ের সিনিয়র গবেষক সিমন ওয়েজমান বলেন, রাশিয়া সামরিক বাহিনীর আধুনিকায়নের বিষয়ে অগ্রাধিকার দেওয়া বজায় রাখলেও আর্থিক সমস্যার কারণে সামরিক বাজেট কাটছাট করছে। ২০১৪ সাল থেকে দেশটি এই সংকট মোকাবিলা করছে।
খবর এএফপির
এবিএন/সাদিক/জসিম