![চিতলমারীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/02/abnews-24_137771.jpg)
বাগেরহাট, ০২ মে, এবিনিউজ: বাগেরহাটের চিতলমারী উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের জলাশয় দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধারের পর চিতলমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩ টায় উপজেলার সুরশাইল গ্রামে শান্তি মন্ডল ও স্বপন মালাকারের লোকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
আহতরা হলেন, শান্তি মন্ডল পক্ষের শান্তি মন্ডল (৬৫), তার ছেলে শ্যামল মন্ডল (২৭) ও সজল মন্ডল (২৫)। স্বপন মালাকার পক্ষের স্বপন মালাকার (৬২), তার ছেলে সঞ্জিব মালাকার (২৭), শেখর মালাকার (২২) ও মিহির মালাকার (২০)। এদেরমধ্যে সজল মন্ডল, শ্যামল মন্ডল ও শান্তি মন্ডলের অবস্থার অবনতি হলে তাদের ৩ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, সুরশাইল গ্রামে পানি উন্নয়ন বোর্ডের একটি জলাশয় দীর্ঘদিন ধরে শান্তি মন্ডল ভোগদখল করে আসছিল। মঙ্গলবার (১ মে) বিকেল ৩ টায় স্বপন মালাকার ও তার ছেলেরা উক্ত জলাশয়টির দখল নিতে গেলে এ সংঘর্ষ বাধে। এতে দুই পরিবারের ৭জন আহত হন।
তারা আরও জানান, সুরশাইল-কুরমনিসহ ১৫-২০ টি গ্রামের মানুষের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের জলাশয় দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আগামীতে যে কোন সময় এ ধরণের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে স্বপন মালাকার জানান, ওই জলাশয়টি তার রেকর্ডির জমির সামনে। এটি তারই প্রাপ্য।
তবে, চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার জানান, দুই পরিবারের সংঘর্ষের কথা তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত কেউ থানায় কোন অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
এবিএন/এস.এস সাগর/জসিম/তোহা