![সুন্দরগঞ্জে রামজীবন ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/02/gaibandha_abnews24_137774.jpg)
সুন্দরগঞ্জ (গাইবান্ধা), ০২ মে, এবিনিউজ: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গত ৩০ এপ্রিল ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খন্দকারের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিষ্ট্রিক ফ্যাসিলিটেটর অরুনদর্শী চাকমা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক, আক্কেল আলী প্রমুখ। পরে ইউপি সচিব মিজানুর রহমান ২০১৮-১৯ অর্থ বছরের জন্য ৩৬ হাজার ৫২ টাকা উদ্ধৃত্ত দেখিয়ে ২ কোটি ৯ লাখ ৪৩ হাজার ৪’শ ৪৮ টাকার বাজেট ঘোষণা করেন। এসময় এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবিএন/শাহ মো. রেদওয়ানুর রহমান/জসিম/তোহা